চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় শিশু মনির হোসেন সৈকতের লাশ উড়িরচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও এক শিশু এখনও নিখোঁজ।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে সৈকতের লাশটি উদ্ধার করা হয়েছে।   

ফায়ার সার্ভিসের সন্দ্বীপ স্টেশনের স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাই উড়িরচর এলাকায় সাগর উপকূলে একটি শিশুর লাশ ভাসছে। সংবাদ পেয়ে কোস্টগার্ডের সহায়তায় সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। এর আগে একই এলাকা থেকে ছয় বছর বয়সী শিশু আদিবার লাশ সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল প্রায় ২৫ কিলোমিটার দূরে শিশুর লাশটি পাওয়া যায়।

তিনি বলেন, নিখোঁজ তিনজনের মধ্যে এই নিয়ে দুইজনের লাশ উদ্ধার করা হলো। 

বুধবার (২০ এপ্রিল) সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা স্পিডবোটটি সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছে এসে উল্টে যায়।

সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসা বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনকে ওই কমিটির প্রধান করা হয়েছে।

কেএম/আইএসএইচ