শিশুদের জন্য পুলিশের ভালোবাসা
শিশুদের জন্য বিশেষ আয়োজন করে পুলিশ
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রামে ব্যতিক্রম আয়োজন করেছে পুলিশ। দিবসটি উদযাপনে ৪০০ ছিন্নমূল শিশুর জন্য বিভিন্ন উপহার সামগ্রী ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক ঢাকা পোস্টকে বলেন, ভালোবাসা হোক সবার জন্য। যারা ভালোবাসাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত তাদেরকে ভালোবাসতে পারলেই আমাদের ভালোবাসা সার্থক হবে। মূলত এ কারণেই ভালোবাসা দিবসে তাদের নিয়ে আয়োজন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুরা যেন মনে করে তারা আমাদের পরিবারের সদস্য। পাশাপাশি আমরাও যেন নিজেদেরও মনে করি তাদের পরিবারের সদস্য। সুবিধাবঞ্চিত এসব শিশু সামান্য সময়ের জন্য যে পরিমাণ আনন্দ উপভোগ করেছে, তাতে আমরা উৎসাহ পেয়েছি। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করব।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিন্দু পাঠশালা, প্রচেষ্টা স্কুল, আল হেরা ইসলামিক ইনস্টিটিউট, স্বপ্নের স্কুল, ছিন্নমূল কুরআন, নগরফুল, মিনহাজ-উল-কুরআন, অধিকারবঞ্চিত শিশু একাডেমি, আধারের আলো স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শিশুরা নাচ-গান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে। উপস্থিত প্রত্যেক শিশুকে স্কুলব্যাগসহ অন্যান্য লেখাপড়ার সামগ্রী এবং চকলেট ও দুপুরের খাবার দেওয়া হয়। মোহাম্মদ রাফি নামের আট বছরের এক শিশু জানায়, আমাকে স্কুলব্যাগ, চকলেটসহ অনেক কিছু দেওয়া হয়েছে। এগুলো পেয়ে আমার অনেক ভালো লাগছে। এজন্য পুলিশ আঙ্কেলদের ধন্যবাদ।
ফাতেমা নামের অপর এক শিশু জানায়, এখানে এসে তার খুব ভালো লেগেছে। খাবার, চকলেট ও স্কুলব্যাগসহ সে অনেক কিছুই পেয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ছাড়াও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৩ ডিসেম্বরও ছিন্নমূলও শিশুদের নিয়ে ব্যতিক্রম আয়োজন করেছিল সিএমপি। সে সময় ৬০ জন পথশিশুকে একটি সুপারশপে নিয়ে গিয়ে পছন্দমতো উপহার কিনে দিয়েছিলেন পুলিশ সদস্যরা।
আরএইচ/জেডএস