কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ডিএনসিসি মেয়র

খালের মতো লেকগুলোও সিটি করপোরেশনের অধীনে হস্তান্তর চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

তিনি বলেন, মেয়র হিসেবে আমার চাওয়া নগরবাসীর জন্য ও সুন্দর নগরীর জন্য খালে প্রবাহমান স্বচ্ছ পানি থাকুক। ময়লা-আবর্জনামুক্ত খালে মাছের চাষ হোক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) গুলশানের একটি হোটেলে ‘ভালবাসা একদিন, শহরকে ভালবাসুন প্রতিদিন’ প্রতিপাদ্যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, খালের মতো লেকগুলোও সিটি করপোরেশনের অধীনে হস্তান্তর করা হোক। লেকের পানি আমরা স্বচ্ছ করতে পারব। মাছের চাষ হবে এখানে। এটি সম্ভব। এছাড়া লেকে বিনোদনের জন্য ওয়াটার পার্কও করা যায়। দেশি-বিদেশি বিনিয়োগ সম্ভব। কিন্তু বর্তমানে পানির অবস্থা দেখে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়।

তিনি বলেন, চারটি স্থানের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে চাই। এটি আমাদের স্বপ্ন। হাতিরঝিল থেকে কালাচাঁদপুর, বনানী কবরস্থান, কড়াইল বস্তি যাওয়া যাবে। এজন্য কয়েকটি ব্রিজ উঁচু করতে হবে। আমরা একটি প্রকল্প নিয়েছি, যা স্থানীয় সরকার বিভাগে প্রক্রিয়াধীন। কিন্তু যে পানি দিয়ে নৌকা চলবে, সে পানিতে যদি দুর্গন্ধ ও মশা থাকে, তবে সেটি সম্ভব নয়, কেউ যাবে না সেখানে। তাই দুর্গন্ধ দূর করার জন্য সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা জরুরি।

ডিএনসিসি মেয়র বলেন, সরকারের পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তারা এখানে এসেছেন। আমাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। হাতিরঝিল, বারিধারা, গুলশান, বনানী, উত্তরা লেকে মাছ ছাড়লে মাছগুলো সঙ্গে সঙ্গে মরে যায়, কারণ পানি দূষিত; পানিতে অক্সিজেনের ঘাটতি আছে। 

মেয়র বলেন, আমার স্বপ্ন, খালের পাশ দিয়ে মানুষ হেঁটে বেড়াবে, সাইকেলের লেন হবে, গাছ লাগানো হবে। খালের পানি কীভাবে দুর্গন্ধমুক্ত করতে পারি সেটি একটি বড় চ্যালেঞ্জ। ভালোবাসা দিবস একদিন, কিন্তু আসুন আমরা প্রতিদিন ঢাকা শহরকে ভালোবাসি।

ভবন ও প্রতিষ্ঠানগুলোতে কার্যকরী সেপটিক ট্যাংক তৈরি করা জরুরি। এটি সবাইকে করতে হবে। বাসা-বাড়ির পানি কোথায় যাবে, কভাবে আধুনিক উপায়ে নিষ্কাশন হবে, সে বিষয়ে প্রকৌশলীদের সঙ্গে কথা বলে নকশা তৈরির অনুরোধ জানাচ্ছি। এ শহরকে এভাবে রাখা যাবে না। একটি সুন্দর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পয়ঃনিষ্কাশন উৎস থেকে ব্যবস্থাপনা করলে সবচেয়ে ভালো হয়।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া ডিএনসিসির পক্ষে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, এমআইএসটির পক্ষে কর্নেল এ এন এম ফয়েজুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া কর্মশালায় রাজউক, ঢাকা ওয়াসা, গৃহায়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

এএসএস/আরএইচ/জেডএস