১০০ পরিবারকে ১০ দিনের খাবার দিল ‘এক বেলা আহার’
পবিত্র রমজান মাস উপলক্ষে সাভারের চাপাইন ও কলমা এলাকার প্রতিবন্ধী ও নিম্নবিত্ত ১০০টি পরিবারকে ১০ দিনের খাদ্য সহায়তা দিয়েছে ‘এক বেলা আহার’ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (২২ এপ্রিল) এ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া ‘এক বেলা আহার স্বাবলম্বী প্রকল্পে’র মাধ্যমে একই এলাকার ১৫ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষকে ছোট ব্যবসা, সেলাই মেশিন, মুদি দোকানের পুঁজি সহায়তা হিসেবে নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি তেল এবং চিনি, লবণ, সেমাই, ছোলা ও সাবান।
বিজ্ঞাপন
এ আয়োজনের সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক বলেন, আমরা খুবই স্বল্প পরিসরে অল্পকিছু মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করি। এই রমজান মাসে কিছু পরিবারের পাশে থাকার সামান্য চেষ্টা এটি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই কষ্টে রয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের সহায়তা করার চেষ্টা করেছি। এজন্য আমাদের বন্ধু-বান্ধবসহ অনেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
এক বেলা আহার ধারাবাহিকভাবে সমাজের পিছিয়ে পড়া ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে কাজ করছে জানিয়ে রিদওয়ান আতিক বলেন, ইনশাআল্লাহ সামনে আরও বেশি মানুষকে সামাজিকভাবে সহায়তার চেষ্টা করবে এ সংগঠন।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজের হেড অব ইনস্টিটিউট সেলস মো. মাসুদ উদ্দিন, মো. যুবায়ের আতিক, মো. বোরহান উদ্দিন মুরাদ, শাহাদাত মোরশেদ তপু প্রমুখ।
এসকেডি/জেএস