দরজা খোলা মাত্রই মা-মেয়েকে কোপানো শুরু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
রাজধানীর যাত্রাবাড়ীতে মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে জখম করেছেন পরান নামে এক ব্যক্তি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- ইয়াছমিন আক্তার (৩৭) তার মেয়ে মাহমুদা (১৫) ও বাবু (৪২) নামের আরেকজন।
বিজ্ঞাপন
আহত ইয়াছমিন জানান, পূর্ব পরিচিত পরান নামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যায় বাসার দরজা নক করে। মেয়ে দরজার খুললে ডান হাতে কোপ দেয় এবং পরে তার (ইয়াছমিন) মাথায় কোপ দেয়। এর আগে, বাবুকে কোপানো হয়।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঢাকা পোস্ট-কে বলেন, ‘পরকীয়ার জেরে যাত্রাবাড়ীতে পরান নামে এক ব্যক্তি মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে আহত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’
বিজ্ঞাপন
ওসি জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ দেননি। পুলিশ অভিযুক্ত পরানকে ধরতে অভিযান চালাচ্ছে। তাকে আটক করা গেলে বিস্তারিত জানা সম্ভব হবে।
এমএসি/আরএইচ/এফআর