রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ ও আন্দোলনকারীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

তেঁতুলতলা মাঠটিতে থানা ভবন নির্মাণ না করে শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়াসহ আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে ও ঢাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে শিশুদের জন্য খেলার মাঠ প্রস্তুতের দাবি জানায় মহিলা পরিষদ। 

সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

তাতে বলা হয়, রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাঠটি রক্ষার জন্য এলাকার ব্যক্তিবর্গ অনেকদিন থেকেই দাবি জানিয়ে আসছে। কিন্তু সব কিছু উপেক্ষা করে এই মাঠ রক্ষার প্ল্যাটফরমের প্রধান সমন্বয়কারী এবং উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মী সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে কলাবাগান থানায় নিয়ে গিয়ে হাজতে আটকে রাখা হয়।

পরে নাগরিক সমাজের আন্দোলনের মুখে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মহিলা পরিষদ শিশুদের খেলার মাঠে থানা ভবন নির্মাণ ও আন্দোলনকারীদের আটকের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

এই মহানগরীতে আয়তনের তুলনায় খেলাধুলাসহ চিত্তবিনোদনের জায়গা অনেক কম। এছাড়াও যে জায়গাগুলো রয়েছে তার অধিকাংশই শিশুরা ব্যবহার করতে পারে না, কারণ বর্তমানে বিভিন্ন মাঠগুলোতে মাদক সেবনকারী, ভবঘুরেদের আস্তানা। শিশু ও তরুণদের যথাযথ মানসিক বিকাশ, সামাজিক শিক্ষা ও সুস্থতার জন্য খেলাধুলা করা গুরুত্বপূর্ণ হলেও শহরের শিশুরা সেই সুযোগ থেকে বঞ্চিত। এতে করে শিশু ও তরুণরা ঘরবন্দি হয়ে প্রযুক্তিগত বিভিন্ন অ্যাপে আসক্ত হচ্ছে এবং বিশেষকরে তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এ দেশের তরুণ সম্প্রদায়। 

মহিলা পরিষদ তেঁতুলতলা মাঠটিতে থানা ভবন নির্মাণ না করে মাঠটি শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানাচ্ছে, পাশাপাশি আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে ও ঢাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে শিশুদের জন্য খেলার মাঠ প্রস্তুত, বৃক্ষরোপণ করে সবুজায়নের ব্যবস্থা করার দাবি জানাচ্ছে।

জেইউ/আইএসএইচ