চট্টগ্রামে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের আকবরশাহ থানার কালুশাহ বাইপাস সংলগ্ন এলাকায় অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার ( ১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন; প্রাইভেটকার যাত্রী জোসনা বেগম ও অটোরিকশা চালক রাজু দাশ।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।
পুলিশ কর্মকর্তা জহির হোসেন বলেন, কালুশাহ বাইপাস সংলগ্ন টোল রোডে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে প্রাইভেটকার যাত্রী জোসনা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। অটোরিকশাচালক রাজু দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে। সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, জোসনা বেগম প্রাইভেটকারযোগে মিরসরাই গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কালুশাহ বাইপাস সংলগ্ন এলাকায় অটোরিকশা-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত অটোচালক রাজু দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএম/এসকেডি