রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকার একটি বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে হাতিরঝিল থানা পুলিশের একটি দল।

মঙ্গলবার (৩ মে) দিবাগত রাতে বাসাটিতে চুরির ঘটনা ঘটে। বুধবার (৪ মে) সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।

চুরির ঘটনার খবর নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, আজ সকালে হাতিরঝিল থানার মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরির অভিযোগ পাই আমরা। বাসাটি থেকে স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। আমরা একটু আগে বাসাটিতে এসেছি, অভিযোগের সব তথ্য যাচাই করে দেখছি।

বাসাটি ফাঁকা ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসাটির একটি শয়নকক্ষে এই চুরির ঘটনা ঘটেছে। অন্য রুমে বাসার মালিকের বাবা ছিলেন বলে আমরা শুনেছি। এসব তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

এসআই মো. জাহাঙ্গীর বলেন, বাসার মালিককে আমরা এঘটনায় মামলা দায়েরের জন্য অনুরোধ করেছি। তিনি হয়তো একটি চুরির মামলা করবেন।

মৌখিক অভিযোগে আমরা জানতে পেরেছি, মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এর মধ্যে ছিল চেইন, হাতের চুড়ি, নেকলেস ও টিকলি। এছাড়া দুটি ক্যামেরা, দুটি হার্ডডিক্সসহ নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।

তিনি জানান, বাসাটি ভাড়া নিয়েছিলেন বরিশালের ‘দক্ষিণের সময়’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবরার হোসেন। তিনি তার স্ত্রীকে নিয়ে বাসাটিতে থাকতেন। এছাড়া বাসাটিতে আবরার হোসেনের বাবা এবং ওই পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান মাঝে মধ্যে এসে থাকতেন। ঈদের ছুটিতে আবরার হোসেন তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ায় তার বাবা বাসাটিতে ছিলেন।

এমএসি/জেডএস