হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় মো. শিহাব (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত শিহাবের ছোট ভাই সোহেল ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই এইচএসসি পাশ করে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাসা নারায়ণগঞ্জ জেলার সদর থানায়। আমার বাবার নাম সাইফুল ইসলাম (মনির)। আমরা দুই ভাই এক বোন সে ছিল সবার বড়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/আইএসএইচ