আগুনে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ কল পেয়ে বাঁচাল পুলিশ
নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে তাকে উদ্ধার করা হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাতে আড়াইটায় একজন কলার ঢাকার পল্লবীর সি ব্লকের এগার নম্বর সড়ক থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে অচেতন হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি ৯৯৯০ পল্লবী থানায় অবহিত করে।
বিজ্ঞাপন
সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়সাল ৯৯৯-কে জানান, তারা রাস্তা থেকে চল্লিশোর্ধ অচেতন অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের ব্যবস্থাপনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন।
তিনি আরও জানান, আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তি বেকার ছিলেন। পারিবারিক সমস্যার কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। দুপুরে তার মাকে ফোন করে জানা গেছে, ছেলের জ্ঞান ফিরেছে। অবস্থা স্থিতিশীল, তবে এখনও বিপদমুক্ত নয়।
বিজ্ঞাপন
এমএসি/আরএইচ/এমএইচএস