কমলাপুরে কন্টেইনারে লাগা আগুনে পুড়েছে চীন থেকে আসা পণ্য
কমলাপুর রেলওয়ে স্টেশনের আইসিটির ভেতরে ম্যাক্সলাইন ইনপোর্টারের কন্টেইনারে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শনিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টায় নিয়ন্ত্রণে আনে, আর রাত ৮টা ৫০ মিনিটে আগুন নেভানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
বিজ্ঞাপন
তিনি বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনের আইসিটির ভেতরে ম্যাক্সলাইন ইনপোর্টারের কন্টেইনারের আগুন লাগে। ৪টি ইউনিট বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। আর রাত সাড়ে ৮টা ৫০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কন্টেইনারে ভেতরে থাকা মালামাল পুড়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। তবে কন্টেইনারটিতে চীন থেকে আমদানি করা লাইটসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য ছিল বলেও জানা তিনি।
বিজ্ঞাপন
শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে এই আগুন লাগার কথা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।
এমএসি/ওএফ