জীবন অনিশ্চিত। নীরব ঘাতক কিডনি রোগ আরও অনিশ্চিত। মাত্র ৩৩ বছরের যুবক মেহেদী হাসান জুয়েলের দুটি কিডনি প্রায় অকেজো। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন।

রক্তে ক্রিয়েটিনিন পরীক্ষার একদিন আগেও মেহেদী জানতেন না, কী অপেক্ষা করছে তার সামনে। বাবাহারা সংসারে বড় সন্তান মেহেদী যখন নিজ হাতে সংসারকে টেনে তুলে নিয়ে যাচ্ছিলেন, তখনই এমন একটি দুঃসংবাদ এল। 

ছাত্রজীবন থেকেই মেহেদী ছিলেন পরোপকারী। কাজও করছিলেন নিজ এলাকা বরিশালের বাকেরগঞ্জে একটি অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস! তার জীবন নিয়েই এখন শঙ্কা। 

ডাক্তারের পরামর্শে প্রাথমিকভাবে তার ডায়ালাইসিস শুরু হয়েছে। পরে ডাক্তারের পরামর্শে তার কিডনি প্রতিস্থাপনও করা লাগতে পারে। ডায়ালাইসিসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় মেহেদীর পরিবারের পক্ষে এর ব্যয়ভার করা সম্ভব নয়। 

মেহেদী সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন। সৃষ্টিকর্তা চাইলে সুস্থ হয়ে তিনি আবার সমাজে অবদান রেখে এ ঋণ শোধ করে দিতে চান।

সাহায্য পাঠানোর ঠিকানা 

মো. মেহেদী হাসান
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং: ২০৫০৭৭৭০২০০৮১৫২১৮ 
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
বিকাশ : ০১৭৫৪৭৬৭৯৮২

আরএইচ