যাত্রাবাড়ী থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দসহ গ্রেপ্তার ২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। গ্রেপ্তাররা হলেন মো. রানা হাওলাদার (৩৫) ও মো. জনি (৩৪)।
রোববার (৮ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এনায়েত কবির সোয়েব বলেন, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আগেই খবর পায় মাতুয়াইলে একটি মাদক চক্র ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালাচ্ছেন। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করেন তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এমএসি/আরএইচ