নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোপন সংবাদের ভিত্তিতে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল সোমবার (৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার আসামির নাম ইউনুস আলী ওরফে ইয়ানুছ ওরফে ইউনুস ড্রাইভার (৫২)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী এলাকার মৃত আবুল বাশার বাদশার ছেলে।

তিনি জানান, নারায়ণগঞ্জ, আড়াইহাজার থানায় বিভিন্ন সময় দায়ের করা পাঁচ মামলার আসামি তিনি। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন। এছাড়াও গ্রেপ্তার ইউনুস আড়াইহাজার থানায় ২০০০ সালের ২১ মে দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে ইউসুফ নাম ধারণ করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। 

জেইউ/এসকেডি