সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার কথা বলে গত বছরের ২৬ নভেম্বর খিলগাঁওয়ে মেসে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ করে মো. খলিল মিয়া (৪৫)। ওই নারী সৌদি আরব যাওয়ার পর মালিকপক্ষ মেডিকেল পরীক্ষা করালে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা। পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। 

দেশে ফিরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গাজীপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. খলিল মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

র‌্যাব-৩ স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, এক নারী সৌদি আরব যাওয়ার জন্য অভিযুক্ত খলিল মিয়ার কাছে তার পাসপোর্ট হস্তান্তর করেন। খলিল ভিকটিমকে নিয়ে রিক্রুটিং এজেন্সিতে যায় এবং ভিকটিমের মেডিকেলসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সহায়তা করে। গত বছরের ২৬ নভেম্বর বিকেল ৪টার দিকে খলিল ভিকটিম নারীকে তার ভিসা ও পাসপোর্ট নেওয়ার জন্য খিলগাঁওয়ের একটি মেসে আসতে বলে। রাজধানীর খিলগাঁও ঝিলপাড় তালতলা সিটি সুপার মার্কেটের পেছনে ব্যাচেলর মেসে পৌঁছালে দালাল খলিল ভিকটিমকে তার কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তাকে ধর্ষণ করে। ঘটনা গোপন রাখার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখান খলিল। এমনকি সৌদি আরব যাত্রা বাতিল করারও হুমকি দেয় ভুক্তভোগী নারীকে। বিদেশ যাত্রা বাতিল হওয়ার ভয়ে ঘটনা চেপে যান ওই নারী।

গত ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী সৌদি আরব যান। সৌদি আরব পৌঁছার পর আকামার জন্য মালিকপক্ষ সৌদি আরবে ভিকটিমের মেডিকেল টেস্ট করলে জানতে পারেন তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানার পর মালিকপক্ষ ৮ এপ্রিল ওই নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। দেশে ফিরে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে বিষয়টি জানান ভুক্তভোগী। একইসঙ্গে দালাল খলিলের কাছে অনাগত সন্তানের পিতৃ পরিচয় দাবি করেন। তখন দালাল খলিল কৌশলে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১০ মে) ভোর সোয়া ৬টার দিকে গাজীপুর জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি খলিল মিয়াকে গ্রেপ্তার করে। অভিযুক্ত খলিলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগায়।

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খলিল ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এসকেডি