জর্ডানের চাওয়া অর্থনৈতিক ঘনিষ্ঠতা, বাংলাদেশ চায় দক্ষ কর্মসংস্থান
অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে জর্ডানের। অন্যদিকে দক্ষ মানব সম্পদ প্রেরণে জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব বাড়ানোয় আগ্রহী বাংলাদেশ।
রোববার (১৫ মে) জর্ডান সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ দেশটির শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতির সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই মন্ত্রী উভয়ের আগ্রহের কথা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
বৈঠকে জর্ডানের মন্ত্রী দু’দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে আরও ঘনিষ্ঠ সংলাপ বিনিময়ের ওপর জোর দেন। এছাড়া বাণিজ্যিক প্রতিনিধিদলের সফর বিনিময় ও তাদের মধ্যে সংলাপ বৃদ্ধির বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি দেশটিতে অবস্থানরত বৈধ বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছে।
এতে প্রবাসী কল্যাণমন্ত্রী জর্ডানের পোশাক খাতে নারী শ্রমিকদের পাশাপাশি দক্ষ পুরুষ শ্রমিকদের অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে প্রায় ৭০ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ ও জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে।
বিজ্ঞাপন
দক্ষ মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ইমরান আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক উদীয়মান রাষ্ট্র। বাংলাদেশ নিজ দেশে যেমন বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে জর্ডান ও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, জর্ডানে পোশাক খাত ছাড়াও বাংলাদেশ কৃষি, তথ্য প্রযুক্তি, নির্মাণ শিল্প ও ট্যুরিজম সেক্টরে অংশগ্রহণে আগ্রহী। এক্ষেত্রে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সবুজায়নে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে জর্ডানের অনাবাদী জমি চাষ উপযোগী করতে বাংলাদেশি শ্রমিকরা ভূমিকা রাখতে পারে বলে দেশটির মন্ত্রীকে জানান।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, রাষ্ট্রদূত নাহিদা সোবহান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেনসহ বাংলাদেশ দূতাবাস ও জর্ডান শ্রম মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই/এসএসএইচ