বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন ক‌রে‌ছে লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট। রোববার (১৫ মে) লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেটে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

কনস্যুলেট জানায়, দিবসটি উপলক্ষে কনস্যুলেট ভবনকে বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং দেশীয় ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে পিঠা, মিষ্টি ও বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লস এঞ্জেলেস কাউন্টির, চিপ অফ প্রটোকল লস এঞ্জেলেসে অবস্থিত বিভিন্ন দেশের কনস্যুলেটের প্রতিনিধি, সাবেক কংগ্রেসম্যান এবং বীর মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ বিদেশি অতিথি, বাংলাদেশ কমিউনিটি ও কনস্যুলেটের সদস্যদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও পণ্যের দ্বারা সজ্জিত স্টলগুলোতে বিদেশি অতিথিদেরকে স্বাগত জানানো হয় এবং তাদেরকে বিভিন্ন প্রকারের পিঠা ও মিষ্টি দ্বারা আপ্যায়ন করা হয়। 

প্রবাসী বাংলাদেশি শিল্পী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লস এঞ্জেলেস কাউন্টির চিপ অফ প্রটোকল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসাল জেনারেলকে একটি সা‌র্টি‌ফি‌কেট অফ এপ্রিসি‌য়েশন হস্তান্তর করেন। তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তার বক্তব্যের শুরুতেই সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বাংলা নববর্ষের গুরুত্বের উপর আলোচনা করেন। তি‌নি বলেন, পহেলা বৈশাখ বাঙালী জাতির চিরায়িত প্রাণের উৎসব। যেখানে দুঃখ-জরা, ব্যর্থতা ও মলিনতা ভুলে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একস‌ঙ্গে অত্যন্ত আনন্দচিত্তে দিনটি উদযাপন করে থাকে। 

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতার দর্শন ও আদর্শের অন্যতম ভিত্তি ছিল দেশি সংস্কৃতির বিকাশ ও অসাম্প্রদায়িক জাতীয় চেতনার উম্মেষ। 

বাংলা নববর্ষের এ মাহেদ্রক্ষণে সকলকে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা জন্য তিনি বিদেশি অতিথিসহ সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এনআই/আইএসএইচ