ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ তাপসের নির্দেশনা অনুযায়ী মান্ডা খাল সংলগ্ন মানিকদি এলাকায় অবৈধভাবে জমি ভরাট কাজে নিয়োজিত ১৫শ ফুট দৈর্ঘ্যের ড্রেজার পাইপ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বুধবার (১৮ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এই ড্রেজার পাইপ উচ্ছেদ করেন।

বুধবার রাতে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, মেয়রের তাৎক্ষণিক নির্দেশনার আলোকে মান্ডা-বেগুনবাড়ি খাল সংলগ্ন মানিকদি এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি ভরাট বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি পাইপ কেটে জব্দ করে নগর ভবনে নিয়ে আসা হয়েছে। এছাড়াও প্রতিটি ১০ ফুট দৈর্ঘ্যের দেড় শত পাইপ স্পট নিলামে তিন লাখ টাকায় বিক্রয় করে তা সিটি করপোরেশনের রাজস্ব তহবিলে জমা দেওয়া হবে।

এ সময় স্থানীয় জনসাধারণ ফসলি জমি রক্ষায় এই অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাপ্তাহিক নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে মেয়র ব্যারিস্টার শেখ তাপস মান্ডা গ্রিন মডেল টাউনের শাপলা ব্রিজ সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান। এ সময় খালের দখলকৃত জায়গা সরেজমিন পরিদর্শনের একপর্যায়ে মেয়র ড্রোন উড়িয়ে খালের দখলকৃত অংশ প্রত্যক্ষ করেন। তখনই মেয়র ড্রোন সংশ্লিষ্ট মনিটরে ড্রেজার পাইপ দেখতে পান এবং তা উচ্ছেদে তাৎক্ষণিক নির্দেশনা দেন। বিকেলের অভিযানের মাধ্যমে সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়।

এএসএস/আইএসএইচ