বেনাপোল সীমান্ত দিয়ে ওই তরুণীকে বাংলাদেশে পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ/ ছবি : ঢাকা পোস্ট

২০২১ সালে ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই তরুণীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। ভুক্তভোগী ওই তরুণীকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢাকায় আনা হচ্ছে।

শনিবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি দলের কাছে হস্তান্তর করা হয়। 

আজ রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছর ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীকে আজ আমাদের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে ওই তরুণীকে দেশে আনা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে শনিবার (২১ মে) ভারতের বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত ওই বাংলাদেশি তরুণীকে পাচার ও দলবদ্ধ ধর্ষণের দায়ে ৭ বাংলাদেশিসহ মোট ১০ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন। এর মধ্যে সাতজনকে যাবজ্জীবন, একজনকে ২০ বছর ও একজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২১ সালের মে মাসে ওই নারীর ওপর চালানো যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওর সূত্র ধরেই তদন্তে নামে দুই দেশের পুলিশ।

এমএসি/এসকেডি