দুর্নীতি দমন কমিশন - সংগৃহীত ছবি

পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান ও তার স্ত্রী শরীফা বেগম মনির অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের সম্পদের নথিপত্র যাচাইয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মোখলেসুর রহমান বর্তমানে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত আছেন। 

আরএম/এইচকে