যারা নৈরাজ্য সৃষ্টি করে জনগণের বিপক্ষে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

রাজনৈতিক মহল আবার গরম হওয়া শুরু হলো কি না, আজকে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হলো, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা একটি স্বাধীন দেশ। এখানে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত। এখানে রাজনীতির অঙ্গন সবসময়ই উন্মুক্ত। কিন্তু যারা আবার নৈরাজ্য সৃষ্টি করে, ভাঙচুর করে, জনগণের বিপক্ষে অবস্থান নেয়, মানে যান চলাচল বন্ধ করে কিংবা মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতা করে, মালামাল বা জানমালকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়, তখনই আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে হস্তক্ষেপ করে।’ 

তারা মিটিং করছে, মানববন্ধন করছে, রাজনৈতিকভাবে যেগুলো করণীয়, তারা সেগুলো করছে। আমরা সেখানে মনে করি এটা তাদের অধিকার। সেগুলো তারা করছে। এখানে আমাদের কিছু বলার নেই। একটি রাজনৈতিক দল তার রাজনীতির মাধ্যমে আত্মপ্রকাশ করবে, এগিয়ে যাবে এটিই আমাদের কাম্য, বলেন তিনি।

ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনাকে মির্জা ফখরুল বলেছেন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে-এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এগুলো হলো রাজনৈতিক কৌশল। অনেকেই অনেকভাবে এ ধরনের প্রচারণা করেন। আমি বলব প্রচারণার জন্যই তারা এগুলো বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।’

এসএইচআর/জেডএস