কর্মস্থলকে পবিত্র রাখতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
কর্মস্থলে যোগ দেওয়া ক্যাডারদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, শুধুমাত্র ধর্মীয় উপাসনালয়ে উপাসনার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায় না, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য কর্মস্থলেও সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল থাকতে হয়। সরকার থেকে অর্পিত দায়িত্বকে পবিত্র দায়িত্ব মনে করে কর্মস্থলকে পূত-পবিত্র রাখতে হবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ৩৮তম বিসিএস গণপূর্ত ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন সভায় তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি স্বজনপ্রীতি ও আত্মপ্রীতি অন্তরকে যেমন ছোট করে তেমনই কর্মস্থলের কর্ম পরিবেশ বিনষ্ট করে। কর্মস্থলে তারা নিজ কর্ম দ্বারা করেন কলুষিত। সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন ইবাদতের শামিল।
বিজ্ঞাপন
নতুন যোগ দেওয়া এসব কর্মকর্তাদের উদ্দেশে শরীফ আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদেরই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন- একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজি ওয়াসি উদ্দিন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান।
বিজ্ঞাপন
গত বছরের ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্ত ফলাফলে দুই হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ হয়।
২৮ জানুয়ারি ২০১৫-এর জাতীয় বেতন স্কেল অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে চূড়ান্তভাবে উত্তীর্ণ দুই হাজার ১২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসএইচআর/এফআর