রাষ্ট্রপতির কার্যালয়ের দুই সচিবের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। তারা হলেন- জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া এবং একই বিভাগের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে সম্পদ বড়ুয়ার চুক্তির মেয়াদ আগামী ৫ মার্চ বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর বাড়ানো হয়েছে।

অন্যদিকে, ওয়াহিদুল ইসলামের চুক্তির মেয়াদ আগামী ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে এক বছর বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এই পুনর্চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়।

এসএইচআর/এফআর