রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও মোসা. শারমিন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (৩০ মে) রাতে ডেমরা থানার ডগাইর পশ্চিম পাড়া এলাকা থেকে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম তাদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে কতিপয় মাদক কারবারি ডেমরা থানার ডগাইর পশ্চিম পাড়া এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ রুবেল ও শারমিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর পল্টন এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্টল মডেল থানা পুলিশ। তার নাম মো. তারেক।

এ বিষয়ে পল্টন মডেল থানার ওসি সালাহউদ্দীন মিয়া বলেন, সোমবার সন্ধ্যায় পুরান পল্টন এলাকার ঢাকা ইন্স্যুরেন্স ভবনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ তারেককে গ্রেপ্তার করা হয়।

তারেক কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকা বিক্রি করতেন। তার বিরুদ্ধে পল্টল মডেল থানায় মামলা হয়েছে।

জেইউ/এমএইচএস