রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের চাপায় গোলাম নবী (৪৭) নামের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রমনা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দীন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার দিকে গোলাম নবী কাকরাইল এলাকার রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস পিছন দিক থেকে এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গোলাম নবী গুরুতর আহত হয়। টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম নবীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঘাতক মাইক্রোবাস ও চালককে আটকের চেষ্টা করছি আমরা।

এমএসি/এসএসএইচ