রাজধানীর দারুস সালাম থানা/ ফাইল ছবি

স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে ১৫ বছর আগে। এরপর থেকে গাবতলীর বাগমারী উত্তরপাড়া এলাকার একটি বাড়ির নিচতলার এক কক্ষ ভাড়া নিয়ে থাকতেন বৃদ্ধ আক্তার হোসেন (৫৬)। সেই কক্ষ থেকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) কাজের বুয়ার খবরে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই ১৫ বছর। আত্মীয়-স্বজনেরা বলছেন, নির্ঝঞ্জাট আক্তারের সঙ্গে বলার মত কেউ নেই। আবার নগদ টাকা বা বিশেষ অর্থকড়িও নেই তার। তবে ঠিক কী কারণে তিনি খুন হতে পারেন তা নিয়ে ধাঁধায় পড়েছে পুলিশ। যে কারণে মামলা হতেও দেরি হচ্ছে।

তবে আঘাতে ও শ্বাসরোধে যে তার মৃত্যু হয়েছে তা সুরতহালে মোটামুটি নিশ্চিত হয়েছে পুলিশ। আরও নিশ্চিত হতে মরদেহের ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে দারুস সালাম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল ঢাকা পোস্টকে বলেন, এক সময় ডেভেলপার প্রতিষ্ঠানে চাকরি করতেন আক্তার। সর্বশেষ তিনি এক বছর ধরে বেকার ছিলেন। ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তার। বাগমারী উত্তরপাড়া এলাকার ২০৩/এ নম্বর বাড়ির নিচতলায় তিনি একাই থাকতেন। বুধবার দুপুর দেড়টার দিকে গৃহকর্মী কাজ করতে গিয়ে তার ঘরের দরজা বন্ধ পান। একপর্যায়ে ছিটকিনি খুলে ভেতরে ঢুকে তার লাশ দেখতে পান সবাই। গামছা ও বালিশের কাভার দিয়ে তার হাত-পা বাঁধা ছিল।

তিনি বলেন, গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে আক্তার হোসেনকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

এসআই শাকিল বলেন, নিহতের মাসহ পরিবারের কয়েক সদস্য থাকেন দারুস সালামের খালেক সিটি এলাকায়। তার দুই বোন থাকেন যুক্তরাষ্ট্রে। হত্যার কারণ সম্পর্কে স্বজন বা প্রতিবেশীরা কোনো তথ্য দিতে পারেননি।

ঘটনার তদন্তকারী এ কর্মকর্তা বলেন, এটা যে খুন আমরা মোটামুটি নিশ্চিত হয়েছে। তবে কে বা কারা করেছে এবং খুনের মোটিভ কী হতে পারে সেটা নিয়ে ধাঁধায় আছি। আজ দুপুরে মামলা হচ্ছে। তবে সম্ভাব্য সব মোটিভ বিবেচনায় নিয়ে তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজা আফরোজ লাকি বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি হত্যাকাণ্ড। তবে কী কারণে কারা হত্যা করেছে, সে বিষয়ে জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।’

জেইউ/এসএসএইচ