চিনিকল আখ না কেনার তথ্য গুজব : বিএসএফআইসি
বিএসএফআইসি - সংগৃহীত ছবি
চিনিকল আখ না কেনার যে তথ্য প্রচার হচ্ছে তা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। রোববার (২০ ডিসেম্বর) এক বার্তায় বিএসএফআইসি জানিয়েছে, চলতি মৌসুমে আখ মাড়াই স্থগিত থাকা ৬টি চিনিকলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহ করা আখ কেনা হবে।
ওই বার্তায় আরও জানানো হয়েছে, বিএসএফআইসির আওতাধীন চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হবে। বহুমুখী খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে লাভজনক করার লক্ষ্যে এ মৌসুমে ৬টি চিনিকলে আখ মাড়াই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব চিনিকলে বরাবরের মতোই আখ কেনা হবে।
বিজ্ঞাপন
এরইমধ্যে স্থগিত করা চিনিকলের নিজস্ব ক্রয়কেন্দ্রে আখ কেনা হচ্ছে। সেসব আখ পাশের চালু মিলে মাড়াইয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই বার্তায় জানানো হয়েছে।
চাষিদের থেকে কেনা আখের দাম পরিশোধের জন্য সরকার ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তাই এ মৌসুমে মিলের মাড়াই স্থগিত থাকায় কোনো আখচাষি ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছে বিএসএফআইসি।
বিজ্ঞাপন
গুজবে কান না দিয়ে চাষিদের আখ সরবরাহের অনুরোধ করে বিএসএফআইসি জানিয়েছে, আখ মাড়াই স্থগিত করা চিনিকলের কোনো শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে ছাঁটাই করা হবে না। তাদেরকে বেতন-মজুরি ঠিকঠাক দেওয়া হবে।
চালু চিনিকলগুলোতে স্থগিত কল থেকে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি, সংযুক্তির মাধ্যমে সমন্বয় বা পদায়ন করা হবে বলেও জনিয়েছে বিএসএফআইসি।
এসআই/এইচকে