৪৪ হাজির জন্য থাকছেন একজন গাইড
হজ অফিসের পরিচালক (যুগ্ম-সচিব) মো. সাইফুল ইসলাম/ ছবি : ঢাকা পোস্ট
আগামীকাল সকাল ৯টায় হজে যাওয়া হাজিদের প্রথম ফ্লাইট ছাড়বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এ লক্ষ্যে সকাল ৬টায় হজ ক্যাম্প থেকে হাজিদের নিয়ে এয়ারপোর্টের ইমিগ্রেশনে উপস্থিত থাকতে হবে। প্রথম ফ্লাইটে ৪১৫ জন হাজি নিয়ে বিমানবন্দর থেকে উড়বে বাংলাদেশ বিমান।
শনিবার (৪ জুন) দুপুর ১টা পর্যন্ত মাত্র ১০০ জনের কিছু বেশি হাজি হজ ক্যাম্পে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক (যুগ্ম-সচিব) মো. সাইফুল ইসলাম।
বিজ্ঞাপন
যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম বলেন, প্রতিনিয়তই হাজিরা ক্যাম্পে ঢুকছে। সকালের দিকে সে রকম চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ছে। দুপুর পর্যন্ত ১০০ জনের কিছু বেশি হাজি ক্যাম্পে প্রবেশ করেছেন। তবে বিকেলের দিকে সঠিক তথ্য দিতে পারব।
তিনি বলেন, বেশিরভাগ হাজি ঢাকায় থাকেন। ফলে অনেকে কাল সকালে আসবেন। তাছাড়া সবাইকে ক্যাম্পে আসতে হবে, বিষয়টা এ রকমও নয়। যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবে আসবে। তবে কাল সকালে প্রথম ফ্লাইটে যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়ে দিয়েছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের মাধ্যমে বা সরকারিভাবে হজে যাওয়া ৪৪ জন হাজির জন্য একজন করে গাইড থাকবে। এ সব গাইডরাই তাদের হজে সার্বক্ষণিক সহযোগিতা করবেন। এবার হজ অফিসের মাধ্যমে চার হাজার হাজিকে হজে পাঠানো হচ্ছে।
এক প্রশ্নের জবাবে পরিচালক মো. সাইফুল ইসলাম আরও বলেন, হাজিদের সাথে আমাদের সরাসরি কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। আমাদের মাধ্যমে যারা যাচ্ছেন তাদের প্রত্যেককে হজে গিয়ে নিজ খরচে কোরবানিসহ অন্যান্য খরচ করতে হবে। সরকারের নির্ধারিত যে খরচ, সেগুলো ক্যাম্পে আসার আগেই পরিশোধ করেছেন তারা।
রংপুর থেকে আসা মুহাম্মদ আব্দুল্লাহ নামে এক হাজি ঢাকা পোস্টকে বলেন, আমার ফ্লাইট ৬ মে। কিন্তু আমি আজ সকালেই চলে এসেছি। দুই দিন ক্যাম্পে থাকব।
কীভাবে হজে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি করোনার আগে সরকারিভাবে যাওয়ার জন্য ২০১৯ সালে রেজিস্ট্রেশন করি। কিন্তু করোনার জন্য আর সুযোগ হয়নি। এবার সুযোগ হলেও ১ লাখ ৬১ হাজার টাকা বেশি দিয়ে যেতে হচ্ছে। অতিরিক্ত টাকা লাগার কারণে আমার এক বন্ধু রেজিস্ট্রেশন করলেও যেতে পারছে না।
উল্লেখ্য, এবার হাজিদের প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। এবারে মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারিভাবে যাচ্ছেন ৪ হাজার ৫৬৪ জন। আর বাকিরা যাচ্ছেন বেসরকারিভাবে। মোট যাত্রীদের অর্ধেক হজযাত্রী আনা নেওয়া করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার ১ নম্বর প্যাকেজে মোট খরচ দাঁড়ায় ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ ২–এর জন্য খরচ হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য সর্বনিম্ন খরচ পড়ে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।
যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের সবার অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। তাছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।
এসআর/এসকেডি