পরিকল্পনা কমিশনে কর্মরত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য পরিকল্পনা বিভাগে দিতে হবে। পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব মঈন উদ্দিন ইকবাল সই করা এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রশিক্ষণ শাখা।

চিঠিতে জানানো হয়, পরিকল্পনা কমিশনে কর্মরত কর্মকর্তাদের বৈদেশিক প্রশিক্ষণ/উচ্চশিক্ষা/শিক্ষা সফর/সেমিনার/কর্মশালা/বৈদেশিক ভ্রমণ সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো। পরিকল্পনা কমিশনে কর্মরত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের তথ্য পাঠানোর বিষয়ে সচিব কিছু নির্দেশনা দিয়েছেন।

চিঠির নির্দেশনাগুলো হচ্ছে— পরিকল্পনা বিভাগের গত বছরের ২১ নভেম্বর তারিখের ৫৩০ নং স্মারক মোতাবেক নিয়মিতভাবে সবার কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। প্রতি মাসের শেষে সংশ্লিষ্ট বিষয়ে সচিবকে ফিডব্যাক দেওয়ার পাশাপাশি মাসিক সমন্বয় সভাতে বিষয়টির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিকল্পনা বিভাগ জানায়, সচিবের নির্দেশনা মোতাবেক এবং পরিকল্পনা কমিশনে কর্মরত কর্মকর্তাদের বৈদেশিক প্রশিক্ষণ/উচ্চ শিক্ষা/শিক্ষা সফর/সেমিনার/কর্মশালা/বৈদেশিক ভ্রমণ সংক্রান্ত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। এজন্য পরিকল্পনা কমিশনে কর্মরত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের তথ্য চলতি বছরের থেকে মে মাস পর্যন্ত আবশ্যিকভাবে ওই শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসআর/এসএসএইচ