চট্টগ্রাম জেলার আরও একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউপি ভোট স্থগিত করা হয়েছে। 

রোববার (৫ জুন) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এর সই করা চিঠিতে এ ইউপির ভোটগ্রহণ স্থগিত করে ইসি।

ইসি চিঠিতে জানায়, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন এওচিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এমতাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি সংশ্লিষ্টরা জানান, এক প্রার্থীর সই নকল করে প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ পাওয়া গেছে। যেই প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে, সেই প্রার্থী তার প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের একজন উপসচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি তাদের রিপোর্ট কমিশনে পেশ করবেন। এরপর অভিযোগের সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেবে ইসি।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশার বেগম রাশেদা সুলতানা বলেন, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। এজন্য তদন্ত কমিটি গঠন করেছি। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আর কিছু বলা সম্ভব না।

এসআর/জেডএস