বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের ২০২১-২০২৩ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা

বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের ২০২১-২০২৩ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ ও দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ নেওয়ার পর নবনির্বাচিত কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. তাজুল ইসলামের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটি শপথ বাক্য পাঠ করেন। গত ১৩ ফেব্রুয়ারি শনিবার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পরিসংখ্যান ক্যাডারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত ও সাধারণ সম্পাদক পদে উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও ভোটারদের সরাসরি ভোট ও প্রথমবারের মতো অনলাইনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সর্বমোট ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন- আমজাদ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. মোবারক হোসেন, মো. আরিফ হোসেন, মো. নাজমুল হক, নয়ন কান্তি রায়, স্বপন কুমার, মুহাম্মাদ আরিফুল ইসলাম, মোহাম্মদ সেলিম সরকার, আকলিমা খাতুন, জাহিদ হাসান, সালমা হাসনায়েন, গোলাম মোস্তফা, প্রণব পাল, রেশমা জেসমিন, নাঈমা রহমান, ফারহানা সুলতানা এবং আবদুর রাজ্জাক।

এসআর/এমএইচএস