‘মানবতায় সমাজ গড়ি’ স্লোগান নিয়ে লায়ন্স জেলা ৩১৫ এ২ কর্মসূচি নিয়ে দেশব্যাপী কার্যক্রম চালাচ্ছে। দেশে সাতটি জেলায় বিভক্ত হয়ে ৬৯৫টি লায়ন্স ক্লাবের মাধ্যমে প্রায় ২০ হাজার লায়ন সদস্য চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ডায়াবেটিস শনাক্তকরণসহ বিভিন্ন সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোমবার (৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ২০২২-২৩ কার্যবর্ষের জন্য লায়ন্স জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর জেলা গভর্নরের দায়িত্ব নেওয়া প্রকৌশলী মো. আব্দুল ওয়াহাব। 

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩টি জেলায় চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ডায়াবেটিস শনাক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, দুঃস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ, সেমিনার/সিম্পোজিয়াম, রক্তদান সহ আরও কর্মসূচি আয়োজন করা হবে। 

দেশে ৬৯৫টি লায়ন্স ক্লাবের মাধ্যমে প্রায় ২০ হাজার লায়ন সদস্য সমগ্র দেশে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ডায়াবেটিস শনাক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, দুঃস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ, সেমিনার/সিম্পোজিয়াম, রক্তদান কর্মসূচি ইত্যাদি।

সেবা মাস অক্টোবরসহ সারাবছর এক লাখের বেশি মানুষের বিনামূল্যে ডায়াবেটিস শনাক্ত করা হবে। সেই সঙ্গে প্রায় এক লাখ বয়স্ক মানুষের চক্ষু পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত কমপক্ষে ১০ হাজার ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনও করা হবে। অপারেশনকালে হাসপাতালে থাকা, খাওয়ার ব্যবস্থা করা হবে। তা ছাড়া ১০-১৫ হাজার স্কুল ছাত্র-ছাত্রীর মাঝে ব্যাগসহ শিক্ষা উপকরণ, ১৫ হাজার শীত বস্ত্র ও উল্লেখযোগ্য সংখ্যক সেলাই মেশিন, হুইল চেয়ার ও খাদ্য বিতরণ করা হবে। এদিকে পরিবেশ রক্ষায় এক লাখ চারাগাছ রোপণ করা হবে এবং শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হবে।


বেসরকারি এ সংস্থার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন ড. মো. বশির উল্লাহর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ এ২ এর ২০২১ ২২ বর্ষের গভর্নর লায়ন জালাল আহমেদ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ হাসান, লায়ন হাবীবা হাসান, লায়ন নাজমুন নেসা আলী, লায়ন মো. নাসিরউদ্দিন, লায়ন মো. ফখরউদ্দিন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, কেবিনেট সেক্রেটারি লায়ন সামিউল মুক্তাদির, ট্রেজারার লায়ন নাসির হায়দার চৌধুরী, হুমায়ুন কবির, আব্দুস সালাম, কে ইউ খান কমল, আব্দুল মান্নান, হুমায়ুন কবির বাদশা প্রমুখ।

প্রসঙ্গত, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী বেসরকারি প্রতিষ্ঠান। বর্তমানে বিশ্বে লায়ন সদস্য সংখ্যা প্রায় ১৫ লাখ ও লিও সদস্য ৩ লাখ।

আরএইচ