চল‌তি বছরের ম‌ধ্যে ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ই‌তো নাও‌কি।

মঙ্গলবার (৭ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন প্রত্যাশা ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাই‌ন্স এ রুটে ফ্লাইট চালু করবে। এ‌টি চালু হ‌লে ঢাকা থে‌কে না‌রিতা বিমানবন্দরে যেতে ছয় ঘণ্টা সময় লাগ‌বে। 

ই‌তো নাও‌কি বলেন, ফ্লাইট চালু হলে দু'দেশের জনগণ উপকৃত হবে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে। 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য দেন।

এনআই/জেডএস