চোখের জলে শেষ বিদায় জানানো হলো ফায়ার ফাইটার শাকিল তরফদারকে। তার মরদেহ শেষবারের মতো আনা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে।

মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে সহকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা সহকর্মীকে শেষবারের মতো বিদায় জানান। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, কারা অধিদপ্তরের ডিজি এবং বিজিবি ডিজিসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শাকিলের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজা শেষে শাকিল তরফদারের মরদেহ খুলনার বটিয়াঘাটা থানার শুখদারা গ্রামে নেওয়া হয়।

ফায়ার ফাইটার শাকিল তরফদারের চাচা আবুল কালাম তরফদার বলেন, আমার ভাতিজা পরিবারের একমাত্র অবলম্বন ছিল। তার অকাল মৃত্যুতে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন তার শাকিলের ভাইকে যেন যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়। আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন।

তিনি জানান, শাকিল ২০২০ সালের ১৯ জানুয়ারি ফায়ার সার্ভিসে যোগ দেন। সর্বশেষ তিনি সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

এসএএ/এসএসএইচ