রাজধানীর আফতাবনগর এলাকা থেকে কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে ডেমরা থানার আফতাবনগর লোহার ব্রিজসংলগ্ন রাস্তার ওপর থেকে এক লাখ টাকা পাওয়া যায়।

কুড়িয়ে পাওয়া টাকা বর্তমানে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার আহমেদের হেফাজতে আছে। টাকার প্রকৃত মালিককে যথাযথ প্রমাণ উপস্থাপন করে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান শাহ্ ইফতেখার আহমেদ।

এমএসি/আরএইচ