পোস্তগোলায় চিপসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
সংগৃহীত ছবি
রাজধানীর পূর্ব জুরাইনের পোস্তগোলায় একটি চিপসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে পোস্তগোলার একটি চিপস কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে প্রথমে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও আরও একটি ইউনিট বাড়ানো হয়।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমএসি/এমএইচএস