রাজধানীর পূর্ব জুরাইনের পোস্তগোলার চিপসের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, পোস্তগোলার ওই চিপস কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এমএসি/এমএইচএস