বৃত্ত ভেঙে বাড়ল টিকাগ্রহীতার সংখ্যা
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে টিকা প্রয়োগ কার্যক্রমের আজ (বৃহস্পতিবার) ১১তম দিন। গত তিনদিন (সোমবার থেকে বুধবার) পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা একই বৃত্তে ঘুরলেও আজ তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন আরও ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। গত ২৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নতুন ২৭ জনসহ টিকা নেওয়ার পর এ পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৫৩৭ জনের।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগের মানুষ সবচেয়ে কম টিকা নিয়েছেন। এ সময়ে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন, যার মধ্যে সর্বোচ্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। সেখানে করোনার টিকা নিয়েছেন দুই হাজার ৮৭০ জন।
একদিনের হিসাবে গত ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিনদিনই দুই লাখ ২৬ হাজারের ঘরেই ঘুরছিল টিকা গ্রহীতার সংখ্যা। ঢাকা পোস্টের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে এর কারণ জানতে চাওয়া হলে বিষয়টি পুরোপুরি ‘কাকতালীয়’ বলা হয়। এর একদিন পরই সারাদেশে আরও প্রায় ৩৬ হাজারের বেশি টিকাগ্রহীতা বেড়ে গেছে বলে জানিয়েছে অধিদপ্তর।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনার টিকা নিয়েছেন ৭৩ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে পুরুষ ৪৭ হাজার ৪৩৭ এবং নারী ২৬ হাজার ৭৭ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯ জনের। গত ২৭ জানুয়ারি থেকে এ বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট পাঁচ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৩৩ জনের।
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১১ হাজার ৯০১ জন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৯৫ এবং নারী চার হাজার ৮০৬ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে একজনের। শুরু থেকে এখন পর্যন্ত বিভাগটিতে ৮৩ হাজার ২৭৬ জন টিকা নিয়েছেন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৩৪ জনের।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৫৪ হাজার ৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৮০৫, নারী ১৯ হাজার ৯৮৩ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে চার জনের। এ বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট চার লাখ ১৯ হাজার ৫৩০ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১২৯ জনের।
এদিকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৩২ হাজার ২২৪ জন। এর মধ্যে ২০ হাজার ১২৮ জন পুরুষ এবং ১২ হাজার ৯৬ জন নারী। তাদের কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। সবমিলিয়ে এ বিভাগে মোট দুই লাখ ১৩ হাজার ১৫ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মোট ৫১ জনের।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৫৭৯ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৭ এবং নারী নয় হাজার ৫১২ জন। বিভাগটিতে গত ২৭ জানুয়ারি থেকে সর্বমোট এক লাখ ৭২ হাজার ৭৮৩ জন টিকা নিয়েছেন। নতুন করে দুইজনসহ এ বিভাগে মোট ৬১ জন টিকাগ্রহীতার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৩৩ জন পুরুষ এবং ১৩ হাজার ৩৬২ জন নারীসহ মোট ৩৪ হাজার ১৯৫ জন খুলনা বিভাগে টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর নতুন করে চারজনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। সবমিলিয়ে এ জেলায় মোট দুই লাখ ১৫ হাজার ৮১৬ জন টিকা নিয়েছেন এবং এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৮০ জনের।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৪ হাজার ৪৪৪ জন। এর মধ্যে পুরুষ নয় হাজার ১৯৩ এবং নারী পাঁচ হাজার ২৫১ জন। এদিন কারও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। গত ২৭ জানুয়ারি থেকে এ বিভাগে সর্বমোট টিকা নিয়েছেন ৯১ হাজার ২৪৯ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ২৪ জনের।
সিলেট বিভাগের গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩০০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ নয় হাজার ৩৭৮ জন এবং নারী পাঁচ হাজার ৯২২ জন রয়েছেন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মাত্র একজনের। এ বিভাগে এখন পর্যন্ত সর্বমোট টিকা নিয়েছেন এক লাখ ৩৩ হাজার ৬৬১ জন। পাশাপাশি মোট ২৫ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
টিআই/এমএইচএস