কক্সবাজারে এখানে এবং এখন শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে (আর্ট ক্লাব) ‘মানবিক নীতি: এখানে এবং এখন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
সুইজারল্যান্ডের ফটো এলিসি জাদুঘরের সহায়তায় যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাস, ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ (বৃহস্পতিবার) এ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়।
বিজ্ঞাপন
সুইজারল্যান্ডের দূতাবাস জানায়, এ প্রদর্শনীর উদ্ধোধন করেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স সুজান মুলার, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ দৌজা এবং কক্সবাজারে আইসিআরসির অফিস প্রধান মানিশ দাস।
১৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
বিজ্ঞাপন
সুইস দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স সুজান বলেন, মানবিক নীতিগুলো সুইজারল্যান্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বাংলাদেশের সঙ্গে আমাদের পাঁচ দশকব্যাপী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা রেখেছে। সুইজারল্যান্ড ২০১৭ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা ও (কক্সবাজারের) স্থানীয় জনগোষ্ঠীকে ৫ কোটি মার্কিন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে।
আইসিআরসির অফিস প্রধান মানিশ দাস বলেন, আইসিআরসির কার্যক্রমের মূলে রয়েছে মানবিক নীতি। এগুলোই হলো ভিত্তি স্তম্ভ যা আইসিআরসিকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আস্থাভাজন হয়ে, তাদের মানবিক চাহিদাগুলিকে সর্বোত্তম উপায়ে বোঝার এবং সমাধান করার চেষ্টা করার জন্য পরিচালিত করে। আমি আশা করি, এই প্রদর্শনী মানবিক নীতির গুরুত্ব তুলে ধরে সেগুলোর সঙ্গে মানুষের একাত্মতা তৈরি করতে সহায়তা করবে।
এনআই/এনএফ