মহানবীকে নিয়ে কটূক্তি
১৬ জুন ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল, দেওয়া হবে স্মারকলিপি
মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে চলতি সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই। এছাড়া কটূক্তির প্রতিবাদে আগামী ১৬ জুন গণমিছিল নিয়ে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১০ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে বায়তুল মোকাররম মসজিদের গেটে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
সমাবেশ থেকে নেতারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য চলতি সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনতে হবে। এসময় ভারতীয় দূতাবাস ঘেরাও করারও হুমকি দেন ইসলামী আন্দোলনের নেতারা।
বিজ্ঞাপন
সমাবেশ শেষে বিকেলে ৩টা ১৫ মিনিটের দিকে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে একটি মিছিল রাজধানীর নাইটঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি। এজন্য আমরা আগামী ১৬ জুন গণমিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ ঢাকা পোস্টকে বলেন, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন বিশৃংখলা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
জেইউ/এএইচআর/এমএসি/এসএম