বাংলামোটরে পুলিশ সদস্য নিহতের ঘটনায় বাসমালিক ও চালক গ্রেপ্তার
রাজধানীর বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল কোরবান আলী (৩৫) নিহতের ঘটনায় বাসটির চালক ও মালিককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১০ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন, বাস চালক মো. জাকির হোসেন ও মালিক মো. আলম।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত সোমবার (৬ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের বাস চাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলীর মৃত্যু হয়। ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। পরে ছায়া তদন্তে নামে র্যাব। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও ঢাকার সাভারে অভিযান চালিয়ে বাসচালক জাকির হোসেন ও মালিক মো. আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
আগামীকাল শনিবার (১১ জুন) সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।
এমএসি/এসকেডি