উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ফ্ল্যাট আবেদনের সময় বাড়িয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই প্রকল্পে নির্মিত ও নির্মাণাধীন গ্রস এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের অবশিষ্ট ফ্ল্যাট বরাদ্দের আবেদনের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে রাজউক।

রাজউক পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন এক বিজ্ঞপ্তিতে জানান, উত্তরা ১৮নং সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত-নির্মাণাধীন গ্রস এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের অবশিষ্ট ফ্ল্যাট বরাদ্দের জন্য আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে পুনরায় আবেদন আহ্বান করা যাচ্ছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আগ্রহী ব্যক্তিরা ব্যাংক থেকে অফিস চলাকালীন আবেদন ফরমের মূল্য দুই হাজার টাকা পরিশোধ করে আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করতে পারবেন।

জানা গেছে, রাজউক ভবন শাখার জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক হতে আবেদন ফরম, প্রসপেক্টাস ক্রয় ও জমা দেওয়া যাবে। পাশাপাশি এক্সিম ব্যাংকের পল্টন শাখা, ইস্ট্রার্ন ব্যাংকের দিলকুশা শাখা, ব্যাংক এশিয়ার মতিঝিল শাখায়ও এ কার্যক্রম পরিচালিত হবে।

শামীমা মোমেন আরও জানিয়েছেন, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইট (www.rajuk.gov.bd) অথবা প্রধান কার্যালয়ের এনেক্স ভবন (কক্ষ নং-৫১৯) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের এস্টেট শাখা হতে জানা যাবে। প্রয়োজনে হেল্প লাইন ০১৭৩০০১৩৯৪৫ নম্বরে যোগাযোগ করে সার্বিক তথ্য জানানোর জন্য ফোন নম্বরটি চালু রেখেছে রাজউক।

এএসএস/ওএফ