সপ্তাহের শেষে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে
দেশের বিভিন্ন অংশে আবছা মেঘ দেখা দিলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। এছাড়া আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশে মেঘ দেখা যেতে পারে। এছাড়া সকাল পর্যন্ত কুয়াশাও দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্য জায়গাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৩৬ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের প্রথম অংশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাইরের অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
একে/এসএসএইচ