চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে গুরুতর আহত ফায়ার ফাইটার গাউসুল আজম মারা গেছেন। এ নিয়ে অগ্নি দুর্ঘটনায় ১০ জন ফায়ার ফাইটার মারা গেলেন। ওই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মী। 

শনিবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাউসুল আজম।

আরও পড়ুন>> ‘মনে হয় আমি বাঁচব না, ছেলেকে দেখতে খুব ইচ্ছে করছে’

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নি দুর্ঘটনায় গুরুতর আহত গাউসুল আজম মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি।

এমএসি/এসকেডি