পদ্মা সেতুর উদ্বোধনীতে আমন্ত্রণ পাবেন খালেদা জিয়া
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসসহ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১২ জুন) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সবাইকে আমন্ত্রণ জানাতে। সবাইকে আমন্ত্রণ জানানো হবে। বিদেশি রাষ্ট্রদূত, গণমান্য সবাইকে দাওয়াত দেওয়া হবে। বিদেশিদের দাওয়াত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কার্ড ছাপানো শেষ। আমরা এখন বিতরণ শুরু করব।
বিজ্ঞাপন
চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, হবে না। ওই ধরনের কাউকে আনা হবে না।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।
এনআই/জেডএস