রাজধানীর রামপুরার তালতলা এলাকায় মোস্তাক আহমেদ (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ জুন) সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠাই।

তিনি বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অসুস্থতা এবং মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসএএ/আইএসএইচ