অন্ধকার বাসা টার্গেট করে চুরি করেন তারা
চট্টগ্রামের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিরিজ চোর চক্রের প্রধানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, আসামিরা ভবঘুরে হয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকােয় ঘোরাফেরা করতেন। এ সময় তারা বিভিন্ন বাড়ির দিকে নজর রাখতেন। কোনো বাসায় আলো না থাকলে ওই বাসায় লোকজন নেই বলেই ধরে নিতেন। তারা সেসব বাসা টার্গেট করে চুরি করতেন। আবার কোনো বাড়িতে দারোয়ান না থাকলে সুযোগ বুঝে বিল্ডিংয়ে উঠে যে বাসায় তালা দেওয়া থাকে ওই বাসার দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করতেন। চুরি শেষে জানালার গ্রিল কেটে বিল্ডিংয়ের পেছন দিয়ে চলে যেতেন।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর টেরীবাজার, বলুয়ার দীঘিপাড়, কোরবানীগঞ্জ ও কেসিদে রোড এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন- চক্রের প্রধান অভিযুক্ত শাফায়েত হোসেন ওরফে রিফাত (২২), মো. আশিক (১৯), বিজয় দত্ত (২০) ও জয় পাল (২৩)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন। অভিযানে তাদের কাছ থেকে ৩ ভরি ৭ আনা স্বর্ণসহ চোরাই কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি গত ১৪ মার্চ রহমতগঞ্জ এলাকার এক বাসায়, ১ এপ্রিল দেওয়ান বাজার রুমঘাটার একটি ফ্ল্যাটে, ৫ এপ্রিল মোমিন রোড এলাকার একটি ফ্ল্যাটে ও গত ২ মে রহমতগঞ্জ বাইলেনের একটি বাসায় চুরি করে। এসব ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক মামলা হলে তদন্তে নেমে চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।
জানা গেছে, রিফাত, আশিক, বিজয় চোরা চক্রের সদস্য। জয় পাল স্বর্ণ কারিগর। তিনি চোরচক্রের কাছ থেকে কম দামে স্বর্ণ কিনে বেশি দামে বিক্রি করতেন।
কেএম/ওএফ