কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতির কথা জানিয়েছেন ভোটাররা। ধীরগতির কারণে এক ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এতো বেশি দেরি হওয়ায় হতাশ তারা।

সরেজমিনে দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ কেন্দ্রে দুপুর ১২টা ৪০ মিনিটে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। কেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কেন্দ্রে ঢোকার সুযোগ হয় ষাটোর্ধ্ব আনিসুর রহমান নামের এক ভোটারের। এক ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি তিনি।

হতাশার কথা জানিয়ে আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভোট কাস্টিং অনেক স্লো (ধীর)। এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও এখনো ভোট দিতে পারিনি।

একই অভিযোগ করেন লাইনে দাঁড়িয়ে থাকা আবুল কাশেম। তিনিও বয়স্ক মানুষ।

ষাটোর্ধ্ব আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, সকাল ১০টায় এসেছি। বাইরে অনেকক্ষণ অপেক্ষার পর এক ঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। এখনো ভোট দিতে পারিনি।

আফরিন নামের এক নারী ভোটার বলেন, সকাল ৯টায় এসে দুপুর ১২টায় ভোট দিতে পেরেছি। অনেক দেরি হলেও ভোট দিতে পেরে ভালো লাগছে।

তিনি বলেন, শুরুতে কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলাম। এরপর দুপুর ১২টায় কেন্দ্রে প্রবেশ করতে পেরেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে ভোট দিতে পেরেছি।

ভোটারদের অভিযোগ প্রসঙ্গে পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, অনেকে তা জানেন না। এজন্য দেরি হচ্ছে। তাদের অধিকাংশই বয়স্ক ভোটার। উনাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে।

তিনি বলেন, ভোট গ্রহণ শুরুর দিকে ইভিএম সংযোগে সমস্যা হয়েছিল। পরে সেটার সমাধান হয়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ৬৯৪ জন। দুপুর ১২টা পর্যন্ত ৫২৩ জন ভোট দিয়েছেন।

এসএইচআর/ওএফ