জনশুমারিতে তথ্য দিলেন রাষ্ট্রপতি ও স্পিকার
জনশুমারি ও গৃহগণনায় তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (১৫ জুন) জনশুমারি শুরুর দিন সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারিতে তথ্য দেন রাষ্ট্রপতি। আর বৃহস্পতিবার তথ্য দেন স্পিকার। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রকল্প পরিচালক জানান, করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে কয়েক দফা পেছানোর পর ১৫ জুন থেকে শুরু হয়েছে কাঙ্ক্ষিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। সপ্তাহব্যাপী এ শুমারি চলবে আগামী ২১ জুন পর্যন্ত।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমে নিজের তথ্য দিয়ে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি জনশুমারির বিভিন্ন বিষয় জানতে চাইলে আমি সার্বিক বিষয়ে তাকে অবহিত করি।
বিজ্ঞাপন
প্রকল্প পরিচালক আরও জানান, আজ বৃহস্পতিবার (জুন ১৬) জনশুমারিতে তথ্য দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় গণনাকারী ও আমি উপস্থিত হয়ে স্পিকারের তথ্য নিয়েছি।
এসআর/আরএইচ