জাতীয় ফল মেলার সময় বাড়ল ২ দিন
জাতীয় ফল মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। মেলা চলবে সোমবার (২০ জুন) পর্যন্ত। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে ফল মেলা শুরু হয়েছিল গত বৃহস্পতিবার।
সেদিন সকালে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
বিজ্ঞাপন
ফল মেলার এবারের প্রতিপাদ্য হলো ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
মেলায় আসা দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন ধরনের ফল ক্রয় করতে পারছেন। সরকারি ও বেসরকারি মিলে ৬৭টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।
বিজ্ঞাপন
এসএইচআর/জেডএস